দুর্যোগসারাদেশ

শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় ১৪ মাস বয়সী শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী অন্তর হোসেন রমজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ জুন পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী তৈয়বা বেগম ও ১৪ মাসের শিশু আব্দুর রহিমকে বরিশালে বেড়াতে নেওয়ার কথা বলে রাত ৯টার দিকে রূপসা ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে হত্যা করে স্বামী অন্তর হোসেন রমজান। স্ত্রী ও সন্তানকে ফেলে দেত্তয়ার সময় স্থানীয়রা তা দেখতে পেয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত গৃহবধূ তৈয়বার মা রাশিদা বেগম বাদী হয়ে পরদিন রূপসা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২০ এপ্রিল রূপসা থানার এসআই হামিদুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর বিভিন্ন কার্যদিবসে মামলার চার্জশিটভুক্ত ১৮ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার অন্তর হোসেন রমজানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।

এ রায়ের মধ্যে দিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এনামুল হক।

এ দিকে, মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশের পর রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নিহত গৃহবধূর মা ও মামলার বাদী রাশিদা বেগম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button