চট্টগ্রাম বিভাগসারাদেশ

চট্টগ্রামের কোতোয়ালী থানাকে মাদকমুক্ত করার ঘোষণা ওসির

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকাকে তিন ধাপে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন ওসি মোহাম্মদ মহসীন। ঘোষণা কার্যকরে ইতিমধ্যে কাজও শুরু করেছে চট্টগ্রামের আলোচিত এই থানা।

পুলিশ জানায়, পুরো কোতোয়ালী থানাকে মাদকমুক্ত করার জন্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। মাদকমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তিন ধাপে। প্রথম ধাপে, এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ এবং সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হবে।

দ্বিতীয় ধাপে, চিহ্নিত মাদক কারবারিদের আত্মসমর্পণের ‘ডেডলাইন’ দেওয়া হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃতীয় ধাপে, ‘অল আউট একশন’ নামে হবে সাঁড়াশি অভিযান।

ইতোমধ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কোতোয়ালী থানাধীন ১৫টি বিটে অভিযোগ বাক্স বসানোর কাজও চলছে। এরপর পাড়ায় পাড়ায় সচেতনতা চালানো হবে এবং সামাজিকভাবে বয়কটের কাজ শুরু হবে।

এদিকে চট্টগ্রামের প্রথম থানা হিসেবে কোতোয়ালী থানাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কোতোয়ালী থানা এলাকাকে মাদকমুক্ত করার জন্য ইতোমধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। কাজও চলছে পরিকল্পনা অনুযায়ী। তারই অংশ হিসেবে আমাদের থানাকে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ থেকেই তা কার্যকর হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button