সারাদেশ

যশোর মণিরামপুর হাসপাতালের চারস্টাফ করোনা আক্রান্ত

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোর মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক নারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। এক নারী মেডিকেল টেকনোলজিস্ট। এক নারী অফিস সহকারী ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এই নিয়ে মণিরামপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট পাঁচজনে।

বুধবার (২৯ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  জেনোম সেন্টার থেকে যে ১১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে তারমধ্যে মণিরামপুরে আক্রান্ত হয়েছেন এই চারজন।

বুধবার দুপুরে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত ১২ এপ্রিল মণিরামপুর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর করোনা ধরা পড়ে। যা ছিল যশোরের প্রথম করোনা আক্রান্ত রোগী। তিনি বর্তমানে মণিরামপুর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যে তার তিন দফা নমুনা সংগ্রহ করা হয়েছে। যারমধ্যে প্রথম দুইটি রিপোর্ট করোনা পজেটিভ ছিল। তৃতীয় ফলাফল এখনো হাতে পাননি হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, গত সোমবার (২৭ এপ্রিল) সাত জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। তারমধ্যে আজ (বুধবার) চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। চারজনই হাসপাতালের স্টাফ।  একজন করোনা নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট, একজন অফিস সহকারী ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

চারজনের মধ্যে দুই জনকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাকি দুই জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, বলেন ডা. শুভ্রা।

একপ্রশ্নের জবাবে ডা. শুভ্রা বলেন, যেহেতু হাসপাতাল একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাই এখনি হাসপাতাল লকডাউনের সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না। আক্রান্ত চারজন কার কার সংস্পর্শে এসেছেন তাদের তালিকা করা হচ্ছে। তালিকা সিভিল সার্জন অফিস ও উপজেলা প্রশাসনকে দেওয়া হবে। তারপর তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, প্রাথমিকভাবে আক্রান্ত চারজনের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা উপজেলা প্রশাসন করবে। আর হাসপাতালের ব্যাপারে কর্তৃপক্ষ যেভাবে চাইবেন সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউনের কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button