রংপুর বিভাগসারাদেশ

ভারতে পাচারকালে ১৩০ কেজি ইলিশ মাছ উদ্ধার

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি চেকপোষ্ট গেট দিয়ে ভারতে পাচারকালে দেশীয় ১১৯ পিস ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।

আজ বুধবার সকাল ১০ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেট এলাকা থেকে পণ্য খালাস করে ভারতে গমনকৃত খালি ট্রাক থেকে মাছগুলি উদ্ধার করা হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের গোয়েন্দা এফএস হাবিব জানান,ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক পণ্য খালাস করে ভারতে যাওয়ায় সময় বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির হিলি আইসিপি চেকপোষ্টে গেটে দায়িত্বরত বিজিবির সদস্যরা ভারতে গমনের সময় একটি ভারতীয় ট্রাক তল্লাশী চালিয়ে ইলিশ মাছ গুলি উদ্ধার করে। যার ভেতর হতে ১১৯ পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার ওজন ১৩০ কেজি। পরে মাছগুলি এতিম খানায় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button