দুর্যোগসারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের বিনোদনের জন্য খেলতে হবে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: যুবকরা সময় নষ্ট না করে টেনিস ক্লাবের দিকে ধাবিত হয়ে জীবন গড়ার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। যুবকের উদ্যেশে তিনি বলেন, অলস থাকায় যুব সমাজ দিন দিন বিপথে ধাবিত হচ্ছে। অবসরে যুবকরা টেনিস ক্লাবে গিয়ে নিজেকে গড়তে পারে। এমনকি দেশ গড়ার কাজেও তারা ভ‚মিকা রাখতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের বিনোদনের জন্য খেলতে হবে। খেলায় তারা উৎসাহীত হয়ে এক সময় টেনিস ক্লাবের মাধ্যমে তারা নওগাঁকে সারাদেশে ছড়িয়ে দিবে এমন প্রত্যাশা করেন খাদ্যমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনদিন ব্যাপী নওগাঁ টেনিস ক্লাবের আয়োজেন ‘জেলা প্রশাসক গোল্ডকার্প টেনিস টুর্নামেন্ট’ উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ-২ আসনের সাংসদ অ্যাড. শহীদুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও কামরুজ্জামান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক, যুবলীগের সভাপতি অ্যাড খোদাদদ খান পিটু ও সাধারন সম্পাদক বিমান কুমার সহ অন্যান্যরা। উদ্বোধনী দিনে নওগাঁ টেনিস ক্লাব বনাম আজিমপুর অফিসার্স ক্লাব অংশ নেয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button