বরিশাল বিভাগসারাদেশ

বরিশালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

মৃত জাকির হোসেন (৫৬) ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের বাসিন্দা মালেক হোসেনের ছেলে ও হাফিজা বেগম (৪০) ঝালকাঠি সদর উপজেলার কেফায়েত নগরের বাসিন্দা আবদুল জলিল মোল্লার স্ত্রী।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, জাকির হোসেন করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সকাল ৬টার দিকে শেবাচিমে ভর্তি হন।

তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন সোয়া ১০টার দিকে মৃত্যুবরণ করেন। মারা যাওয়া জাকির হোসেন করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে বিকাল পৌনে ৪টায় করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন ঝালকাঠি সদর উপজেলার কেফায়েত নগরের বাসিন্দা আবদুল জলিল মোল্লার স্ত্রী হাফিজা বেগম। তিনি রাত ৯টার দিকে করোনার উপসর্গ নিয়ে শেবাচিমে ভর্তি হয়েছিলেন।

দুজনকেই করোনা রোগীর নিয়মানুসারে দাফন করা হবে বলে জানিয়েছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button