জাতীয়

রাজধানীতে জীবাণুনাশক ছিটাবে ঢাকা মহানগর পুলিশ

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

‘নগরবাসীর সুরক্ষার জন্য’ পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় বুধবার থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, প্রতিদিন আটটি ওয়াটার ক্যানন দিয়ে দিনে দুই বার রাজধানীর প্রতিটি থানা এলাকায় ওষুধ ছিটানো হবে।

প্রথমবার সকাল ১০টা থেকে ১২টা এবং দ্বিতীয়বার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা এই ওষুধ ছিটানো চলবে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ জন, মৃত্যু হয়েছে মোট ৫ জনের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button