সারাদেশ

রৌমারী সীমান্তে ৮টি মহিষসহ ২৭ টি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি ৮টি মহিষ ও ২৭টি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। রোববার (৩ মে) দুপুরের দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
গ্রামবাসি সুত্রে জানা গেছে, দুপুরের দিকে বাংলাদেশি কিছু গরু আন্তর্জাতিক ১০৬৯-৭০ মেইন পিলারের মাঝামাঝি দিয়ে সীমান্তের নোম্যান্সল্যান্ডে চলে যায়। এ সময় ভারতের সদুরটিলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা টহলরত অবস্থায় খেওয়ারচর গ্রামের লাল মিয়া পাহাড়ির ৪ টি, জহুরুলের ৩টি বাবু মিয়ার ১টি মহিষসহ ২৭ টি গরু ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে যাদুরচর ইউপি সদস্য হায়দার আলী গরু ও মহিষ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ জানান, সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button