বরিশাল বিভাগসারাদেশ

কলাপাড়ায় মহান বিজয় দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর কলপাড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। পরে শুরু হয় জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
সকাল ৬ টায় উপজেলা আওয়ামীলীগ’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে একে একে কেন্দ্রীয় শহীদ মিনারের
বেদিতে বীর শহীদদের স্মরনে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এসময় স্থানীয় সাংসদ আলহাজ্ব মহিববুর রহমানসহ উপজেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসননের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাত ১২ টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ
মিনারে বীর শহীদদের স্মরনে পুষ্প মাল্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কর্মরত সাংবাদিকরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button