আন্তর্জাতিক

স্বৈরশাসক সিসি’র পদত্যাগের দাবিতে উত্তাল মিসর

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি-র পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে হাজারো জনতা। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম এত বিশাল বিক্ষোভের মুখোমুখি হলেন জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি।

প্রেসিডেন্ট সিসির পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হয়েছেন হাজার-হাজার জনতা। ২০১১ সালের মিসর বিপ্লবের কেন্দ্রস্থল ছিল এই তাহরির স্কোয়ার।

মিসরের অন্যান্য শহরেও বিক্ষোভে করেছে জনতা। আলেকজান্দ্রিয়া, সুয়েজের মতো বড় বড় শহরগুলোতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, স্বেচ্ছায় নির্বাসিত মিসরীয় ব্যবসায়ী ও অভিনেতা মোহাম্মদ আলীর আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার রাস্তায় নেমে আসতে শুরু করে মিসরের সাধারণ মানুষ। জেনারেল সিসি-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে মানুষকে রাজপথে নামার আহ্বান জানান মোহাম্মদ আলী।

তিনি বলেন, সাধারণ মানুষ যেখানে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত সেখানে সিসি ও তার কর্মকর্তারা জনগণের বিপুল অংকের অর্থ অপচয় করছে।

এদিকে, নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যাচার’ হিসেবে অভিহিত করে উড়িয়ে দিয়েছেন জেনারেল সিসি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button