রংপুর বিভাগসারাদেশ

ফেনসিডিলের বিকল্প ফেয়ারডিল ৩৪ বোতলসহ ২ যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ

হিলি প্রতিনিধি: ফেনসিডিলের বিকল্প হিসেবে নতুন করে ফেয়ারডিল নামের মাদক সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে।

দিনাজপুরের হিলিতে ৩৪ বোতল ফেয়ারডিলসহ শিবলু আকতার (১৯) ও বাধন সরকার (২৩) নামের দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার দুপুরে হিলি রেলওয়ে জিআরপি ফাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত শিবলু হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে ও বাধন একই এলাকার মোনার ছেলে।

হিলি রেলওয়ে জিআরপি ফাড়ি ইনচার্জ কায়কোবাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় সীমান্ত অতিক্রম করে দেশে মাদক নিয়ে একটি চোরাকারবারী দল প্রবেশ করবে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে সকাল থেকেই সতর্কবস্থানে ছিল হিলি রেলওয়ে পুলিশ ফাড়ির সদস্যরা। ঠিক নামাজ শেষের আগমুহুর্তে দুই যুবক একটি বস্তা নিয়ে দৌড় দিলে দায়ীত্বরত পুলিশ সদস্য ফাড়ির সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে ৩৪ বোতল ফেয়ারডিল নামের নতুন মাদক উদ্ধার একটি মটরসাইকেল জব্দ করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক পার্বতীপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button