জাতীয়

করোনায় মারা গেলে হবে দাফন, গোসলের সুযোগ নেই!

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর মৃত্যুর পর কোন প্রক্রিয়ায় লাশকে পরিষ্কার করা হবে, কীভাবে দাফন করা হবে, কোন পদ্ধতিতে লাশ কবরস্থান পর্যন্ত নেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শনিবারের মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে একটি খসড়া সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। সব ধর্মের নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করেছে অধিদপ্তরটি। তবে আজ আবার ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করা হবে। তারপর খসড়া করা ওই সিদ্ধান্তটিই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, হাসপাতাল থেকেই লাশটিকে ‘কেমিক্যালি’ ধোয়া হবে। যারা ধয়ার কাজ করবেন তাদের শরীর সম্পুন ঢাকা থাকবে। লাশ ধোয়ার পর  কাফনের কাপড় পড়িয়ে পলিথিন দিয়ে ভালভাবে মুরিয়ে কফিনে রাখা হবে। ধরা ছোঁয়া ছাড়া যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করা যায় সে চেষ্টা করতে হবে। এখানে গোসল করানোর কোনও সুযগ থাকছেনা।

তবে আইইডিসিআর পরিচালক বলেন, সাধারন নিয়ম অনুযায়ী মৃত ব্যাক্তির জানাজা  পড়ানোর প্রয়োজন হলে তাতে অংশ নিতে কোনও বাধা নেই। লাশ সামনে রেখে জানাজা পড়ানো যাবে এবং তাতে অংশ নেয়া যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button