বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশচারীদের নিয়ে পৃথিবীতে ফিরল নাসার স্পেস এক্স ক্যাপসুল

নাসার মহাকাশচারীদের নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এল স্পেসএক্স ক্যাপসুল। রবিবার মেক্সিকান উপসাগরের ওপরে দুই মহাকাশচারীকে নিয়ে অবতরণ করে স্পেসএক্স ক্যাপসুল। স্পেসএক্স এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা যৌথ ভাবে এই মিশন পরিচালনা করে।

একাধিক কারণে এই মিশন ছিল ঐতিহাসিক৷ এই প্রথম বেসরকারি স্পেসএক্স মহাকাশযান ব্যবহার করে মহাকাশে মানুষের যাতায়াত সম্ভব হল৷ তাছাড়া ২০১১ সালে মার্কিন স্পেশ শাটল বিপর্যয়ের পর রাশিয়ার উপর নির্ভরতা কাটিয়ে প্রায় এক দশক পর এই প্রথম অ্যামেরিকা থেকেই মহাকাশচারীরা আইএসএস যাত্রা শুরু করে সেটি সম্পূর্ণ করলেন৷ শুধু তাই নয়, ১৯৭৫ সালের পর এই প্রথম মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশচারীরা আবার জলের উপর অবতরণ করলেন৷

রবিবার ফ্লোরিডা উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে অবতরণ করে স্পেসএক্স। ১৯৭৫ সালে অ্যাপোলো স্যুয়েজ মিশন জলের ওপর অবতরণ করেছিল। তার এতদিন পরে ফের কোনও মার্কিন মহাকাশযান মহাকাশচারী সমেত জলের ওপর অবতরণ করল। পৃথিবীতে ফিরে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই নভোচারী ডুগ হার্লি এবং বব বেনকেন।

প্রায় ১৯ ঘণ্টার যাত্রার পর দুই মহাকাশচারীকে যাত্রার শেষ পর্যায়ে মহাকাশচারীকে ঘুম থেকে তুলে তাঁদের ছেলেদের কণ্ঠে রেকর্ডিং শোনানো হয়৷ দুই ছেলেই যে যার বাবাকে দ্রুত বাড়িতে ফিরে আসার কথা বলে। চারটি বড় প্যারাশুট যানটির তীব্র গতি কমিয়ে নিরাপদে অবতরণ করতে সাহায্য করে৷ তার আগে আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে বায়ুমণ্ডলে প্রবেশের সময়ে ঘর্ষণ প্রতিরোধ করতে ক্যাপসুলের হিট শিল্ড বা তাপ নিরোধক স্তরও প্রস্তুত করা হয়৷

অবতরণের সময়ে মেক্সিকো উপসাগরে প্রবল ঝড়ের পূর্বাভাষ থাকলেও শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটে নি৷ ক্যাপসুলের অবস্থা পরীক্ষা করে সেটিকে জাহাজে তুলে নেওয়া হয়৷ মার্কিন উপকূলরক্ষী বাহিনীর তৎপরতা সত্ত্বেও কিছু বেসরকারি নৌকা জায়গাটির কাছাকাছি আসার চেষ্টা করায় দুশ্চিন্তা দেখা দেয়৷ তবে ঠিক সময়ে সেগুলিকে থামানো সম্ভব হয়েছিল৷

সফল অভিযান সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ট্যুইট বার্তায় ৪৫ বছর পর মহাকাশচারীদের প্রথম ‘স্প্ল্যাশডাউন’-এর প্রশংসা করেন৷ দুই মাসের সফল অভিযানের পর নাসা মহাকাশচারীদের প্রত্যাবর্তন সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করেন৷

অবতরণের প্রায় এক ঘণ্টা পর বেনকেন ও হার্লি ক্যাপসুল থেকে বেরিয়ে প্রায় ৬৪ দিন পর আবার পৃথিবীর তাজা বাতাস গ্রহণ করেন৷ তারপর শারীরিক পরীক্ষার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয়৷ বিশেষ করে মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে আবার মানিয়ে নেওয়া শরীরের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে নাসা জানিয়েছে৷ এই সফল অভিযানের ফলে এলন মাস্ক-এর স্পেসএক্স কোম্পানি নাসার চূড়ান্ত ছাড়পত্র পাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ সে ক্ষেত্রে ‘ক্রু ড্র্যাগন’ ভবিষ্যতে নিয়মিত মহাকাশচারীদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে যেতে পারবে৷

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button