আন্তর্জাতিক

ভারতে একই পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত

ভারতের কেরালা রাজ্যে একই পরিবারের পাঁচ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯। ওই পরিবারের তিন সদস্য সম্প্রতি ইতালি সফর করেছেন। খবর এনডিটিভির।

স্বাস্থ্যমন্ত্রী কে কে সাইলাজা বলেন, করোনায় আক্রান্তরা যখন ইতালি থেকে দেশে ফিরেছেন তখন তারা বিমানবন্দরে তাদের ভ্রমণের বিষয়ে কিছু জানাননি। ফলে বিমানবন্দরে তাদের স্ক্রিনিং করা হয়নি।

প্রাথমিকভাবে রোগ শনাক্তের পরও তারা হাসপাতালে ভর্তি হতে চাননি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের বুঝিয়ে শুনিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা পাথানামাথিত্তা জেলার বাসিন্দা। তাদের সবাইকে পাথানামাথিত্তা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আক্রান্তদের মধ্যে যে তিনজন ইতালি সফর করেছেন তারা দেশে ফেরার পর তাদের বেশ কিছু আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেছেন। ওই স্বজনদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় তাদের আগেই একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের প্রথম ঘটনাও কেরালায়। প্রথমবার যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছিল তরা চীনের উহান শহরের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা।

বর্তমানে বিশ্বের অন্তত ১০৩টি দেশ ও অঞ্চলে নভেল করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। শুধুমাত্র চীনেই ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৯৭ জন। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা অন্তত ১ লাখ ৬ হাজার ১৯৫। বিশ্বের বিভিন্ন দেশে ৩ হাজার ৬শ মানুষের প্রাণ কেড়েছে করোনা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button