সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে সাড়ে ২৪ লক্ষ টাকার মাদক জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর এবং মনাকষা সীমান্ত এলাকায়
পৃথক অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট এবং ৬
হাজার পিস ভারতীয় ব্যাথানাশক মলম জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের
সদস্যরা। অভিযানে এক যুবককে আটক করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো.
মাহবুবুর রহমান খান সোমবার জানিয়েছেন, আরআইবি’র তথ্য অনুযায়ী রোববার
দুপুর ১টায় ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি টহল দল নায়েব
সুবেদার মো. হেলাল উদ্দীনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৬/৫-এস হতে ২০০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের কালুপাড়া মাঠ
এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৪
লক্ষ টাকা মূল্যের ৮০০০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে একই দিন রোববার বেলা ১১টায় বিএসবি’র তথ্য অনুযায়ী ব্যাটালিয়নের
অধীনস্থ মনাকষা বিওপির একটি টহল দল সুবেদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে
সীমান্ত মেইন পিলার ১৭৪ হতে ৮ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ
উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে। এ সময় ৬০ হাজার টাকা মূল্যের ৬০০০ পিস ভারতীয় ব্যাথা নাশক
মলম ম্যান্থাবাম প্লাসসহ উপজেলার খাসের হাট এলাকার কালিগঞ্জ গ্রামের মো.
এনামুল হকের যুবক ছেলে মো. আসমা উল হক (২৪) কে আটক করতে সক্ষম হয়।
এদিকে গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত ম্যান্থাবাম প্লাসসহ শিবগঞ্জ থানায়
হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button