রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে ডোবা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার : মৃত্যু নিয়ে গুঞ্জন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে নির্মাণাধীন একটি বাড়ির পাশের ডোবা থেকে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলছাত্রীর নাম মোছা. কামনা আক্তার নূপুর (১৩)। সে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের মো. কামাল হোসেনের মেয়ে। গতকাল রোববার (২১জুন) দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার (২০জুন) সন্ধ্যার দিকে খন্দকারটোলা মধ্যপাড়া এলাকাস্থ একটি নির্মাণাধীন বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় ওই স্কুলছাত্রীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, নূপুরের বাবা-মা ঢাকায় থাকেন। আর তাই খন্দকারটোলা গ্রামস্থ নানা-নানীর বাড়িতে থেকে স্থানীয় জাবাল-ই রহমত আদর্শ উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করতো। কিন্তু ঘটনার দিন সকাল ১১টার দিকে হঠাৎ নিখোঁজ হন নূপুর। পরবর্তীতে ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে স্কুলছাত্রী নূপুরের লাশ উদ্ধার ও রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এমনকি এলাকায় নানা গুঞ্জনও চলছে। প্রেমঘটিত কারণে স্কুলছাত্রী নূপুরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও তাদের ধারণা। তবে তার শরীরে কোন আঘাতের চিহৃ না থাকায় পুলিশের ধারণা, এটি একটি দুর্ঘটনা। কোন ভাবে ডোবার পানিতে পড়ে যায় সে। পরবর্তীতে আর উঠতে না পারায় পানিতে ডুবেই তার মৃত্যৃ হয়ে থাকতে পারে। এরপরও ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের বিষয়ে এখনো চিকিৎসকের মতামত জানা যায়নি। তাই এই ঘটনাটি নিয়ে কোন মন্তব্য করা সম্ভব নয়। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button