রংপুর বিভাগসারাদেশ

ডাকঘরের কার্যক্রমে শম্ভুক গতি, সৈয়দপুর থেকে চুয়াডাঙ্গায় চিঠি পৌছতে লাগল ১৬ দিন !

নীলফামারী জেলা প্রতিনিধি: সৈয়দপুর থেকে পাঠানো একটি ডাক চুয়াডাঙ্গা যেতে সময় লেগেছে ১৬ দিন। সেটি অবশেষে প্রাপকের কাছে পৌছে গতকাল বৃহস্পতিবার ১৮ জুন। পা’য়ে হেটে গেলেও এতোদিন লাগার কথা নয় বলে মন্তব্য করেন এক বিশিষ্ট জন। ডাক যেন এখন চলছে শম্ভুক গতিতে। কিন্তু সেসব দেখার বা বলারও কেউ নেই।
সৈয়দপুর ডাকঘরে গত ২ জুন একটি চিঠি চুয়াডাঙ্গা পৌর এলাকার এক ঠিকানায় ডাকের ২৪ ঘন্টায় পৌছানোর পদ্ধতি অবলম্বনের মাধ্যমে রেজিস্টার করে (রেজি: নং ৮০৪) পাঠানো হয় এবং ওই দিনেই ডাক ধরানো হয়। কিন্তু প্রাপক দু’ সপ্তাহেও সেটি না পেয়ে শুরু করেন খোঁজাখুঁজি। বিষয়টি সৈয়দপুর ও চুয়াডাঙ্গা ডাকঘর মাষ্টারের দৃষ্টিতে আনা হলে তারাও কিছুটা হতবাক হন। তবে সৈয়দপুর ডাকঘর মাষ্টার বলেন, করোনা পরিস্থিতির জন্য হয়ত দেরি হয়েছ ,তবে দীর্ঘ দিনের বিলম্বের কারণ কি তা স্পষ্ট করে তিনি বলতে পারেননি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button