সারাদেশ

চট্টগ্রামে বাবার পর ছেলের শরীরেও করোনা ভাইরাস

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর ছেলের শরীরেও প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে ওই পরিবারের বাকি তিনজন আক্রান্ত নন।
চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর ছেলের শরীরেও প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। রোববার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআইটিআইডি) পরীক্ষায় আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুণের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, রোববার ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের পজিটিভ এসেছে। আক্রান্ত এই ব্যক্তি এর আগে আক্রান্ত রোগীরই ছেলে।

তিনি আরও বলেন, প্রথম আক্রান্ত রোগীর পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করে আজ পরীক্ষা করা হয়। এরমধ্যে তিনজনের ফলাফল নেগেটিভ এসেছে।

আক্রান্ত তরুণ দামপাড়ায় নিজের বাসায় রয়েছেন। তাকে আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ডা. হাসান শাহরিয়ার কবির।

শুক্রবার চট্টগ্রামে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি ওমরাহ ফেরত তার দুই স্বজনের সংস্পর্শে ছিলেন বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button