আন্তর্জাতিক

মাকে গ্রেফতারের কারণ জানতে মেহবুবা মুফতির মেয়ের চিঠি

৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের আগের রাতে কাশ্মীরের অন্য নেতাদের সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও গৃহবন্দি করে রাখা হয়। কিন্তু তাকে কেন আটক রাখা হয়েছে- এর কারণ জানতে সাবেক মুখ্যমন্ত্রীর মেয়ে ইলতিজা কেন্দ্রীয় সরকারে কাছে চিঠি দিয়েছেন। খবর দ্য ডনের।

জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে আটকের সময় তার পরিবারকে দেয়া সরকারি নোটিশে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিগ্ন ঘটার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।

মাকে গৃহবন্দি করার পর থেকে ইলতিজাই তার টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করছেন। মায়ের গ্রেফতারের কারণ জানতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির একটি ছবি ওই টুইটার অ্যাকাউন্টে পোস্ট দেন তিনি।

দেশটির দণ্ডবিধির ১৪৪ ধারায় বিনাকারণে মাসের পর মাস ধরে কাউকে আটক রাখা যে অবৈধ তাও তিনি চিঠিতে উল্লেখ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button