খেলা

বিশ্বকাপ দাবায় অংশ নিতে ঢাকা ছাড়লেন ফাহাদ

আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর রাশিয়ার খানতি মানসিসকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ দাবা প্রতিযোগিতা। যেখানে প্রথমবারের মতো বিশ্বকাপ দাবায় অংশ নিতে যাচ্ছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান। তিনি বাংলাদেশ সহ জোনের ছয়টি দেশের প্রতিনিধিত্ব করবেন।

ভোর রাতে ফাহাদ রহমান রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তারসঙ্গে এ আসরের ম্যাচ পরিচালনা করতে গেলেন আন্তর্জাতিক আরবিটার মো. হারুন অর রশিদ।

এশিয়ান ৩.২ জোনের চ্যাম্পিয়ন হয়ে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেন। প্রথম রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ ২৫ বছর বয়সী নেপালী বংশোদ্ভূত নেদারল্যান্ডের আনিশ গিরি। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর দুই ম্যাচে একে অপরের মুখোমুখি হবেন তারা।

বর্তমানে ফাহাদের আন্তর্জাতিক রেটিং ২২৫০। র্যাপিড রেটিং ২২৪৩। ব্লিটজ রেটিং ২২৪৪। তার প্রতিপক্ষ গিরির রেটিং ২৭৭৯। র্যাপিড রেটিং ২৭৩০। ব্লিটজ রেটিং ২৭৭২।

ফাহাদ ২০১৩ সালে ‘ফিদে মাস্টার’ উপাধি এবং চলতি বছর এশিয়ান ৩.২ জোন চ্যাম্পিয়ন হয়ে ‘আন্তর্জাতিক মাস্টার’খেতাব পান। তবে এখনো আন্তর্জাতিক মাস্টারের আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো পাননি ফাহাদ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button