রাজশাহী বিভাগসারাদেশ

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাতাব উদ্দিনের লাশ দাফন সম্পন্ন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিন ইন্তিকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
অাজ শুক্রবার সকাল ৭.১০মি. সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিনের সুযোগ্য সন্তান ডা.সাদিকাতুল বারী পরিবার পরিকল্পনার রাধানগর ইউনিয়ন পরিদর্শক তিনি জানান,দীর্ঘ ১৩ দিন যাবত মেডিকেলে শ্বাসতন্ত্রে ভূগছিলেন আমার  বাবা।
পরে অবস্থার অবনতি ঘটাই অাইসিইউতে গমন করেন।এদিকে,করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ হওয়ার পরও অক্সিজেনের স্যাচুরেশন আপ-ডাউন করছিল।
এছাড়ও,সম্প্রতিক মারাত্মক প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাস বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিনের চার বার টেস্ট করা হলেও রেজাল্ট ছিল নেগেটিভ।
পরে মেডিকেল থেকে বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিনের মরাদেহ্ দাফন-কাফনের জন্যে নিয়ে অাশা হয় নিজ গ্রাম ছোট তেঘরিয়ায়।
এসময় সশস্ত্র সালাম সহ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিনের দাফন কার্য সম্পর্ণ করা হয়।
এদিকে,তিন পুত্র সন্তান ও তার স্ত্রী সহ পরিবার পরিজন রেখে পারি জমায় পরকালে।
এছাড়াও,মৃত্যু কালে বীর মুক্তিযোদ্ধা রাধানগর ইউনিয়ন কমান্ডার মাহ্তাব উদ্দিনের বয়স হয়েছিল প্রায়-৭৮ বছর।
এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, নাচোল উপজেলা চেয়ারম্যান  আব্দুল কাদের, গোমস্তাপুর পুলিশের চৌকস দল ও আরও স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button