রংপুর বিভাগসারাদেশ

করোনাকালেও স্বাস্থ্যবিধি বালাই নেই, সৈয়দপুরে অধিকাংশ হোটলে নোংরা পরিবেশ

নীলফামারী জেলা প্রতিনিধি: করোনা মহামারির মধ্যেও নীলফামারীর সৈয়দপুরে অধিকাংশ খাবার হোটেলে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। এতে করে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি । তাই যেসব হোটেলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা সেসব হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে সচেনমহল।
শহরের বেশ কিছু হোটেলে গিয়ে দেখা যায়, সেখানে যারা খাবার পরিবেশন করছেন তাদের কারো মুখেই নেই কোন মাস্ক, হাতে নেই গ্লোবস। এমন কি হোটেল ব্যাবস্থাপক কিংবা মালিকেও মাস্ক পরিধান করতে দেখা যায়নি। হাতে গ্লোবস পরিধান ছাড়াই গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং দিচ্ছেন। যারা খাবার খাচ্ছেন তাদেরও স্বাস্থ্যবিধি মানার নেই কোন বালাই। সামাজিক দুরুত্ব বজায় না রেখে একই টেবিলে গাদা গাদি করে বসে খাবার খাচ্ছেন। এ ছাড়া এসব হোটেলে খাবার তৈরি ও পরিবেশনাতেও অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ দেখা যায়। গ্রামের হোটেল গুলোর অবস্থা আর ও ভয়াবহ। হোটেল মালিকরা অনেকেই জানে না করোনাকালিন স্বাস্থ্যবিধি। জানলেও তাদের মধ্যে না মানার প্রবণতাই বেশি। হোটেল মালিকদের সাথে কথা বললে, তাদের অনেকেই করোনাকে তাচ্ছিল করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে কি হবে। যা হবার তাই হবে। তবে অধিকাংশ সচেতন মহল এখন হোটেল বিমুখ। যারা খুব প্রয়োজনে হোটেলে যাচ্ছেন , পরিবেশ বিবেচনায় হোটেলে কিছু না খেয়ে বের হয়ে আসতে বাধ্য হচ্ছেন ।
মো. শাহজাদা আরমান বলেন, স্ত্রী খুব জরুরি প্রয়োজনে বাপের বাড়ি যাওয়ায় বাধ্য হয়ে দুপুরের ভাত খেতে শহরের রেলওয়ে পুলিশ (জি আর পি) ক্যান্টিনে এসেছি , কিন্তু হোটেলের ভিতরের স্বাস্থ্যগত পরিবেশ দেখে না খেয়েই চলে এসেছি। শহরের সুপরিচিত আরও তিনটি হোটেলে গিয়ে একই পরিবেশ দেখতে পাই। ফলে ওই দিন শুকনো খাবার খেয়ে দিন কাটিয়েছি।
এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নাসিম আহমেদ বলেন, স্বাস্থ্যবিধি মানতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় অনেক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচলানা অব্যাহত থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button