সারাদেশ

করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় সিএমপি’র ‘কুইক রেসপন্স টিম’ গঠন

চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্য ও জনসাধারণ এমন কাউকে পাওয়া গেলে তার চিকিৎসা সেবায় কুইক রেসপন্স টিম গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (২৮ মার্চ) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে করোনাভাইরাস রেসপন্স টিমের মহড়া অনুষ্ঠিত হয়।

সিএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান জানান, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও পুলিশ সদস্যদের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট এই টিম করোনাভাইরাস প্রতিরোধে পিপিই, অন্যান্য সরঞ্জাম ও দুইটি এম্বুলেন্স নিয়ে সর্বদা প্রস্তুত থাকবে। কোন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসে কোন জনসাধারণ আক্রান্ত হলে তাকে আইসোলেশন বা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করবে। এছাড়াও আইসোলেশন বা হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের খাদ্য, ওষুধ ও অন্যান্য সহায়তা পৌছে দিবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button