রাজশাহী বিভাগসারাদেশ

করোনায় চাকরি হারিয়ে বাড়িতে: ফেসবুক জুড়ে ছিলো মৃত্যুর স্ট্যাটাস

জাহিদ হাসানঃ বুকের গভীরে লুকিয়ে থাকা কষ্ট চাপা দিতে আত্মহননের পথ বেচে নিয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহি মালি গ্রামের জেনি বেবি কস্তা (৪০) মৃত্যুর আগে নিজের ফেসবুক একাউন্টে আমি মোড়ে গেলে তোরা এগুলো দেখিস’ জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। পুলিশও খুঁজছে প্রশ্নের উত্তর।প্রশ্নের উত্তর খুজতে পরিবারে আপত্তি সত্বেও লাশ নিয়ে এসেছে তদন্ত কেন্দ্রে।
বেবি কস্তার শরীরে পাওয়া যায়নি কোন বাহ্যিক আঘাতের দাগ। জানালেন বনপাড়া পুলিশ তদন্তের ইন্সপেক্টর ইনচার্জ তৌহিদুল ইসলাম। তাই অন্তরে দাগ খুঁজতেই ময়না তদন্তের উদ্যেগ নিয়েছে পুলিশ। মাত্র ২৪ বছর বয়সে ছাড়াছাড়ি হয় স্বামীর সংসার।তার পর নিজে ১৬ টি বছর একাকী জীবন কাটিয়ে দেন। সে চাকরি করতেন ঢাকা একটি প্রাইভেট কোম্পানিতে।করোনা প্রাদুর্ভাবে চাকরি ছেড়ে চলে আসেন তার নিজ গ্রামে, গতকাল শনিবার রাতে  নিজ ঘরে নিজের ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন জেনি বেবি কস্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button