সারাদেশ

করোনা প্রতিরোধে জীবানু নাষক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা সেচ্ছাসেবী সংগঠন মানব সেবার

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি: করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন আতংকগ্রন্থ, সেই সময় নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানব সেবা। উপজেলার সর্ববৃহত হাট রবিবারের হাটে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে। ২২ মার্চ সকাল থেকে দিনব্যাপী রবিবারের হাটে প্রবেশের দুই ফটকে ১০ টি করে ড্রাম বসিয়ে সকল ক্রেতা-বিক্রেতাদের জীবানু নাষক দিয়ে হাত ধুয়ে দেওয়ার ব্যবস্থা ও লিফলেট বিতরণ করা হয়। সকাল ১০ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস। সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রায় ৫ হাজারের অধিক ক্রেতার হাত ধুয়ে দেওয়া হয়েছে বলে সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান। এর আগে পুরো হাটে মানবসেবার সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও তার সদস্যরা জীবানুনাশক স্প্রে করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফসা খাতুন ইলা, সংগঠনের সদস্য মাসুদ রানা, আরাফাত হোসেন, সোহেল রানা, আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য নওগাঁ জেলায় প্রায় ৮ শতাধিক বিদেশ ফেরতের মধ্যে ধামইরহাটে বর্তমানে ২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, ৩ জনকে রিলিজ দেওয়া হয়েছে, তারা সম্পূর্ণ সুস্থ্য রয়েছে বলে স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানিয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button