সারাদেশ

করোনা ভাইরাস প্রতিরোধে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৃহীত কার্যাবলী

কেশবপুর, যশোর, প্রতিনিধি:

* ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নং- ০১৭৩০৩২৪৫৮৫।
* করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে পৃথক ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে।
* কোভিড- ১৯ সংক্রান্ত যে কোন তথ্য সংগ্রহ, প্রেরণ ও সংরক্ষণ- এর নিমিত্তে মনিটরিং সেল খোলা হয়েছে।
* স্বাস্থ্য কমপ্লেক্সে/
হাসপাতালে ০৫ বেড বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড/কেবিন প্রস্তুত রাখা হয়েছে।
* জ্বর ও সর্দি-কাশি আক্রান্ত রোগীদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কক্ষ ও চিকিৎসক নির্ধারণ করা হয়েছে।
* হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ০২ ইউনিট বিশিষ্ট একটি ভবন প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ৪৫ জন রোগী রাখা যাবে।
* মাক্স, গাউন, এপ্রোন পরিমিত পরিমানে মজুদ রাখা হয়েছে।
* জনসচেতনতা বৃদ্ধির লক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত লিপলেট বিতরণ করা হয়েছে।
* প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত ব্যানার টানানো হয়েছে।
* হাসপাতালের বাহিরে শহরের মধ্যে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টিকে কোয়ারেন্টাইন ক্যাম্প হিসাবে নির্বাচন করা হয়েছে। যেখানে ১০০ জন রোগী রাখা সম্ভব।
* এছাড়াও প্রতিদিন স্বাস্থ্য সহকারীসহ কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রাম পাড়া মহল্লায় যেয়ে জনসচেতনতা বৃদ্ধি মূলক কর্মকান্ড পরিচালনা করছেন

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button