খুলনা বিভাগসারাদেশ

কুষ্টিয়া দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (১২জুলাই) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে এ তথ্য জানা যায়।
দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ায় আগের দিন শনিবার রাতে (১১জুলাই) ইউএনও স্যার নমুনা পরিক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠান। রবিবার রাতে তিনি জানতে পারেন তার রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুর ইসলাম রবিবার রাতে জানান, জেলার ২০৩টি নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৬টি নমুনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২১জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, খোকসা উপজেলায় ৩ জন, ও মিরপুর উপজেলায় ২জন আক্রান্ত হয়েছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার রয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button