আন্তর্জাতিকজাতীয়লিড নিউজ

তিস্তা চুক্তি বাস্তবায়নে আগের অবস্থানে অনড় ভারত : জয়শঙ্কর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমিমাংসিত তিস্তা চুক্তির বিষয়ে আগের অবস্থানে অনড় আছে ভারত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ-ভারত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত আগের অবস্থানে অনড় আছে। প্রতিশ্রুতি মোতাবেক আমরা এ চুক্তি করে যাবো।

তিনি আরও বলেন, ৫৪টি নদী নিয়ে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায়, তার ফর্মুলা খুঁজছে দুই দেশ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান করা হবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ভারতের অবস্থান সম্পর্কে জয়শঙ্কর বলেন, সবার সুবিধার কথা ভেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব দেবে ভারত।

এসময় আসামের নাগরিকপুঞ্জি বা এনআরসি ইস্যু নিয়ে সাম্প্রতিক বাংলাদেশে যে আতংকের জন্ম দিয়েছে এই নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসামে নাগরিকপুঞ্জি বা এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে কথা বলার কিছু নেই।

এছাড়া বাংলাদেশে সব ধরনের উন্নয়ন কাজে ভারতের সর্বাত্মক সহায়তা থাকবে বলেও প্রতিশ্রুতি দেন এস জয়শঙ্কর।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button