রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে কমরেড জাহেদুল হক মিলুর ২য় মৃত্যু বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় কমরেড জাহেদুল হক মিলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্টিত হয়। শনিবার সকাল ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্টিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা বাসদের সমন্বয়ক ফুলবর রহমান। এসময় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম মন্জু মন্ডল প্রবীন আইনজিবি এনামুল হক চৌধুরি চাঁদ, ডাঃ মাহফুজার রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম, সাংবাদিক ছানা লাল বকসী, বাসদ নেতা আব্দুল কুদ্দুস, আবুল বাসার মন্জু, মোনাব্বর হোসেন মিন্টু, দুলাল বোস , কমিউনিস্ট পার্টির নেতা নুরমোহাম্মদ আনছার, সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরি, শ্যামল ভৌমিক, শাহানুর রহমান, সাতকরি রায় নিলু প্রমুখ ।
পরে নাগেশ্বরি উপজেলার নিলুর খামারে প্রয়াত মিলুর সমাধিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। ছারাও পারিবারিকভাবে বিভিন্ন কর্মসুচি পালন করা হয় ।
উল্লেখ্য জাহেদুল হক মিলু ছিলেন শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের অগ্রসৈনিক বাসদের কেন্দ্রীয় নেতা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে আজীবন জড়িত ছিলেন।
তিনি ২০১৮ সালের ১৩ মে সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হয়ে ১ মাস চিকিৎসাধীন থাকার পর ১৩ জুন পরলোকগমন করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button