রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে এক সপ্তাহে বসত-বাড়িসহ বিভিন্ন স্থাপনা বিলিন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: বৃষ্টি ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত গাইবান্ধা জেলার অংশ কাশিমবাজার এলাকায় তিস্তা নদীর তীব্র ভাঙনে গত ১৫দিনে মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান, পাকা সড়কসহ তিন শতাধিক বাড়িঘর বিলিন হয়ে গেছে। হুমকীর মধ্যে রয়েছে ফসলী জমিন, গাছপালা, কয়েক হাজার বসতভিটাসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাচীন কাশিমবাজার হাট।
দ্রুত ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মানসহ কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবিতে দুই জেলার ভাঙন কবলিত কয়েক হাজার মানুষ মানববন্ধন, গণস্বাক্ষর ও প্রধানমন্ত্রী বরাবর ডাকযোগে স্মারকলিপি প্রেরণ করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুন, হরিপুর আওয়ামীলীগ নেতা আল মামুন শিমুল, কুড়িগ্রামের বাসিন্দা ফরহাদ আলী সরকার, আব্দুল আউয়াল মাস্টার, আবু তালেব প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button