রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে সিসি ক্যামেরা স্থাপন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজারে সিসি ক্যামেরা স্থাপন ও বিট পুলিশিং সমাবেশ করেছে কুড়িগ্রাম থানা পুলিশ।
সোমবার সকালে জেলা শহরকে আইন শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে ত্রিমোহনী বাজার এলাকায় সিসি ক্যামেরার উদ্বোধন করে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার ও কড়িগ্রাম জেলা প্রেসক্লাবে সাধারন সম্পাদক আমিনুর রহমান সহ অনেকে। সমাবেশের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়।
বক্তারা সর্বস্তরের জনগণকে পুলিশকে সার্বিক সহযোগিতা করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আহবান জানান। সেই সাথে বিট পুলিশিং এর সুবিধাগুলো সাধারন মানুষের কাছে তুলে ধরেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button