সারাদেশ

কুড়িগ্রামে ২১ জনের নমুনা সংগ্রহ, ৩ জনের রিপোর্ট নেগেটিভ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে ২১ জনের নমুনা সংগ্রহ কওে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও রিপোর্ট পাওয়া ঘেছে মাত্র ৩ জনের। প্রাপ্ত ৩ জনেরই রিপোর্ট নেগেটিভ বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৯ জনসহ মোট ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যেই ৩’শ ৫৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে জ্বর, কাঁশিসহ করোনা উপসর্গ থাকার সন্দেহে মোট ২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুর নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়। এদেও মধ্যে ৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদেরও রিপোর্ট নেগেটিভ।

উল্লেখ্য, রংপুর করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষা শুরুর পর এটাই কুড়িগ্রাম জেলায় প্রথম রিপোর্ট।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button