রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিলের দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌর মেয়র ও কাউন্সিল’র দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘন্টা ব্যাপী মানববন্ধনে নানা ক্ষোভের কথা জানান এলাকাবাসী। এছাড়াও ইট দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের চর হরিকেশ উত্তরপাড়ায় দু’শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় মেয়র আব্দুল জলিল ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর তাজউদ্দিনের ইট দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন-এলাকার সচেতন নাগরিক রিয়াজুল ইসলাম ও মাহবুবুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন-কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না করে উল্টো হেরিং রাস্তার ৫০ হাজার ইট উত্তোলন করে আত্মসাত করেছেন। এটি মেনে নেয়া যায় না। বর্তমান সরকার দেশ উন্নয়নে বরাদ্দ দিলেও সেই অর্থ লুটেপুটে খাচ্ছে পৌর মেয়র আব্দুল জলিল ও কাউন্সিলর তাজউদ্দিন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মেয়র ও কাউন্সিলরের ইট দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও শাস্তি দাবি করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button