রংপুর বিভাগসারাদেশ

কেন্দ্রের ত্রাণ বিতরণ কাজে অংশগ্রহণ করল সৈয়দপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ

নীলফামারী জেলা প্রতিনিধি: বানভাসী মানুষের মাঝে ত্রান সহায়তার উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় যাত্রা শুরু করেছে।
আজ বুধবার (৫ আগষ্ট) সকালে বিমানযোগে তারা সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌছালে সৈয়দপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান। পরে বিমানবন্দর থেকে সড়ক পথে তারা ওই সব বন্যার্ত এলাকার উদ্দেশ্যে রওনা দেন। স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু নেতৃত্বে ওই দিন ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরনের উদ্দেশ্যে আসেন। তাদের সাথে সফর সঙ্গী হিসেবে আছেন সাবেক সমাজ কল্যান সম্পাদক নাফিউল করিম নাফা, ঢাকা উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোফাকখেরুল ইসলাম বিপুল, পাবনা এডহক কলেজের সাবেক ভিপি ও পাবনা জেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনসহ অন্যান্যরা। এদিকে ঢাকা থেকে আসা বিমান সকাল ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌছালে সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকার, সাধারণ সম্পাদক কাজি নজরুল ইসলাম রয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু, সাধারণ সম্পাদক ইমরান খান নাদিমসহ অন্যান্য নেতা কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান। এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু জরুরী ওষুধ, স্যালাইনসহ প্রায় ৩শ প্যাকেট শুকনো খাবার বিতরনের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন। এছাড়া তাদের ত্রাণ তহবিলে ৫ হাজার টাকা দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকার। এ ব্যাপারে মহসিন মন্ডল মিঠু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশগ্রহন করতে পেরে সত্যি ভাল লাগছে। সাধ্যমত সকলকে বানভাসী মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে বন্যার্ত ত্রাণ বিতরনে সফর সঙ্গী করায় তাদের ধন্যবাদ জানান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজম আলী সরকার বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে মহৎ উদ্দেশ্যে যাত্রা করেছেন আমি তাদের সাফলতা কামনা করেন। বিমানবন্দরে সংবাদকর্মীদের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button