খুলনা বিভাগসারাদেশ

কেশবপুর পৌর মেয়রের নেতৃত্বে ধারাবাহিক বৃক্ষ রোপণ কর্মসূচি

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোর কেশবপুরে পৌর মেয়রের নেতৃত্বে ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর আওয়ামীলীগ নেতা, আবুল কালাম আজাদের উদ্যোগে,
পৌরসভার বিভিন্ন জায়গায় এবং মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।

এসময় আবুল কালাম আজাদ বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে, আম্পান ঝড়ে বৃক্ষের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা পূরণ করার লক্ষ্যে আমরা ধারাবাহিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছি। অচিরেই যদি বৃক্ষ লাগিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব না হয়, তাহলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে যা জীবকুলের উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে।

এজন্য সব শ্রেনীর পেশার মানুষ কে গাছ লাগানোর জন্য বিনীত ভাবে অনুরোধ করেন।

তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবথেকে আগে যেটা প্রয়োজন সেটা হলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, আর যদি প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয় তবে সেখানকার জীবকূলের জন্য তা প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
আর তাই আবুল কালাম আজাদ বলেন সব শ্রেণীর প্রতিটি মানুষই যদি কমপক্ষে ১টি গাছ লাগায় তাহলে আমাদের প্রাকৃতিক পরিবেশ হবে সুন্দর মনোরম এবং বসবাস এর উপোযোগী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button