আন্তর্জাতিক

বাংলাদেশের সব গরু ভারতের: দাবি বিজেপি নেত্রীর

বাংলাদেশে যত গরু আছে তা ভারতের বলে দাবি করেছেন দেশটির ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক। আসামের এ বিজেপি বিধায়কের নাম সুমন হরিপ্রিয়া।

সোমবার বিধানসভায় তিনি দাবি করেন, ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের ফলেই বাংলাদেশের অর্থনীতি প্রসারিত হচ্ছে। আসামের ভেতর দিয়েই এই কাজ হয়ে আসছে দীর্ঘদিন।

তিনি বলেন, বিশ্বে গো-মাংস বিক্রির সবচেয়ে বড় দেশ বাংলাদেশ। এই গরুগুলি সব আমাদের গরু। আগের কংগ্রেস সরকার গরু পাচার নিয়ে কোনো কাজ করেননি।

তিনি আরো দাবি করেন গোমূত্র ও গোবরেই মারণরোগ করোনাভাইরাস দমন সম্ভব। সুমন হরিপ্রিয়া বলেন, গোমূত্র-গোবর ক্যানসার নিরাময়েও কাজে লাগে।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি গোবর খুবই উপকারী। গোমূত্রও যখন ছড়িয়ে পড়ে তখন সেই স্থান পবিত্র হয়ে ওঠে, আমার মনে হয় গোমূত্র ও গোবর দিয়ে করোনাভাইরাস দমনও সম্ভব।’

এর আগে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপানি মহারাজ বলেছিলেন, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে।

করোনা ভাইরাস আতঙ্ক দূর করতে একটি বিশেষ যজ্ঞ হিন্দু মহাসভা আয়োজন করতে চায় বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button