রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় করোনাভাইরাস বিজয়ীদের সম্মানে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে করতালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিজয়ী এবং সেবা প্রদানকারী ডাক্তার,নার্স,পুলিশ,সাংবাদিক,ব্যাংকারসহ সকল সম্মুখ যোদ্ধাদের সম্মানে গতকাল মঙ্গলবার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (পিইউবি)‘র উদ্যোগে বগুড়ায় করতালি অনুষ্ঠিত হয়।

পুন্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোকুল বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, বিভাগীয় প্রধান,কর্মকর্তা-কর্মচারী সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে বিকাল ৪.০০টা থেকে ৪.০১ মিনিট পর্যন্ত করতালির মাধ্যমে সারাদেশ ও সারা বিশ্বের সকল করোনা বিজয়ী এবং সেবাদানকারী সম্মুখ যোদ্ধাদের সম্মানিত করেন। এ সময় আরও অংশ গ্রহণ করেন পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,ভাইস-চেয়ারম্যান ডাঃ মোঃ মতিউর রহমান,সেক্রেটারী এ.এইচ.এম গোলাম রসুল খান রানা,কোষাধ্যক্ষ ও করোনা জয়ী মোঃ জাহিদুর রহমান,চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ খোরশেদ আলম,পিইউবি‘র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম.ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও ডিন প্রফেসর মোঃ নজরুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার,রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মোঃ আলাউদ্দিন,সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button