সারাদেশ

চট্টগ্রামে ১০৯ নমুনায় ৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুই পুলিশ সদস্যসহ আরও ৬ জন করোনা রোগী শনাক্ত করেছে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এদের মধ্যে ৫ জন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর। আক্রান্তদের মধ্যে দুইজন মৃত।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টায় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার ১০৯ নমুনা পরীক্ষায় ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ জন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর। আক্রান্তদের মধ্যে দুইজন মৃত; একজন নিমতলা ও অন্যজন নোয়াখালীর সেনবাগ এলাকার।

এছাড়া আক্রান্ত দুই পুলিশ সদস্য ট্রাফিক উত্তর বিভাগের। তারা আগে লকডাউন করা ব্যারাকে থাকতো। তাদের আইসোলেশনে নেওয়া হচ্ছে।- যোগ করেন তিনি।

চট্টগ্রামের ৫ জনের মধ্যে আনোয়ারার (৪০) একজন, পটিয়ার (৪৫) একজন, দামপাড়ায় ২৬ ও ২৫ বছর বয়সী দুই পুলিশ সদস্য এবং নিমতলা (৩০) বছরের একজন রয়েছেন। অন্যজন নোয়াখালীর সেনবাগ এলাকার (৪০) বাসিন্দা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button