রাজশাহী বিভাগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ৮নং দেবীনগর ইউনিয়নে মহানন্দা নদীতে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের (কালেক্টর চত্বর) সামনে বাঁধ নির্মাণের দাবীতে দেবীনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যনারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন;সাড়ে ৩শ বিঘা ফসলী জমি মহানন্দা নদীর গর্ভে বিলীন হয়েছে,এছাড়াও প্রায় ৫০-৬০ জনের বসতবাড়ি আমাদের চোখের সামনে বিলীন হয়েছে।
দেবীনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস জানায়,নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে হাফিজিয়া,কওমী,দাখিল মাদ্রাসাসহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে রয়েছে,এছাড়াও ৭টি মসজিদ,ইউনিয়ের ভূমি অফিস,ইউনিয়ন পরিষদের বিল্ডিং সহ প্রায় কয়েকশ কোটি টাকার সম্পত্তি নদীতে বিলীন হবে।
মানববন্ধন শেষে;চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক,জেলা পরিষদের চেয়ারম্যান,সদর উপজেলার চেয়ারম্যান,জেলা পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলী,সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভাঙ্গন কবলিত এলাকাবাসীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button