রংপুর বিভাগসারাদেশ

হিলিতে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার জাংগই গ্রামে তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুস আলী জানান, সাহেব আলী নামের একজন করোনা উপসর্গ নিয়ে আজকে মারা গেছে। তিনি নায়ারনগঞ্জে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর,সর্দি, শ্বাসকষ্ট নিয়ে বাসায় আসে। এরপর তিনি ৮ দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো। তবে তার নমুনার ফলাফল নেগেটিভ এসেেছ।

এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত সাহেব আলীর ছেলে মিলন (৩০) মিয়ার একই দিনে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিলো আজ বুধবার তার শরিরে করোনা পজিটিভ এসেছে বলে জানিছেন হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুস সাঈদ।

হাকিমপুর ইউএনও আব্দুর রাফিউল আলম জানান, স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে দাফন সম্পুর্ন করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button