সারাদেশ

টিএমএসএস মেডিকেল কলেজে করোনা সংক্রান্ত প্রশিক্ষন

স্টাফ রিপোর্টার: গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর চিকিৎসক ও টেকনিশিয়ানগণকে করোনা রোগীর সোয়াব সংগ্রহ, সংরক্ষন/নিরাপদ পরিবহন ইত্যাদি বিষয়ে সরকারী চিকিৎসা কারিগরি ব্যক্তিবর্গের প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রণোদনামূলক বক্তব্য রাখছেন বগুড়া সদর উপজেলার সরকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা চিকিৎসক নেতা ডাঃ সামীর হোসেন মিশু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিএমএসএস এর নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিক্যাল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বলেন অতিসত্বর কভিড-১৯ রোগের শনাক্তকরনের জন্য পিসিআর মেশিন স্থাপন করা হচ্ছে। যেখানে বিনামুল্যে কভিড টেস্ট করা হবে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সহায়তা করবেন বলেও তিনি জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button