খেলা

‘উইকেটে থাকাই টেস্ট ক্রিকেটে সব না’

টেস্ট ক্রিকেটে উইকেটে টিকে থাকাই মুশকিল; ওয়ানডেতে যেমন রান নেওয়ার চাপ থাকে টেস্টে তা নয়।  উইকেটে টিকে থাকাও টেস্ট ক্রিকেটে এখন সাফল্য। তবে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে টেস্টের হিসেব-নিকেশ অন্যরকম। কেবল উইকেটে থাকাই টেস্ট ক্রিকেটের সবকিছু বিষয়টি মানতে রাজি নন এই টাইগার কাপ্তান।

হিসেব অনেকটা এ রকম- ১০০ বলে ১০ রান করলেন আর উইকেটে থাকলেন এটা সঠিক নয়; আবার ১০০ বলে ৪০/৫০ করলেন এমনটি সঠিক। টেস্টে এমন ব্যাটিংই হওয়ার দরকার; সাকিব বলেন, ‘একজন ব্যাটসম্যান কখনই সেট না; যতক্ষণ নে সে রান করছে। আপনি ১০০ বলে ১০ রান করলেন তা সেট না, আবার ১০০ বলে ৪০/৫০ করলেন তখন কিন্তু আপনি সেট ব্যাটসম্যান। আপনাকে রান করতে হবে। উইকেটে থাকায় টেস্ট ক্রিকেটে সব না।’

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট খুব দ্রুত স্বাগতিকদের ২০ উইকেট তুলে নেওয়াটা সাকিবের পরিকল্প থাকছে। সেই সঙ্গে ব্যাটারদের বড় স্কোর করা। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক বলেন, ‘এক মাত্র টেস্টে আমাদের লক্ষ্য থাকবে যত দ্রুত তাদের (আফগানিস্তান) ২০ উইকেট নেওয়া। এছাড়া ব্যাটসম্যানদের রান করা; তবে বেশিকিছু ভাবছি না। ব্যাটিংয়ে জুটি গড়তে হবে কারণ উপরের দিকে ভালো জুটি আসলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়।’

আগামীকাল আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে সাকিবের দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button