সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ

আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ আসন্ন শীত মৌসুমে সবজি চাষে করণীয়, আধুনিক জাতসমুহের সাথে পরিচিতি ও সম্প্রসারণের মাধ্যমে সবজি চাষে উদ্বুদ্ধকরণ , কৃষকের আয় বৃদ্ধি ও পুষ্টি সাধনের উদ্দেশ্য থেকে সোমবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামানের সভাপতিতে উদ্যানভিত্তিক ফসলের আধুনিক চাষ পদ্ধতি শীর্ষক সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন গাজীপুর বিএআরআই এর প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু তাহের মাসুদ ও ঠাকুরগাঁও কৃষি সম্পসারণ উপ-পরিচালক আফতাব হোসেন।
উদ্যানভিত্তিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাট ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের অর্থায়নে ও ঠাকুরগাঁও কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষণে ৪০ জন কৃষাণ-কৃষাণী অংশ নেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button