সারাদেশ

ত্রাণে অনিয়মের দায়ে হাটহাজারীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সরকারি ত্রাণ বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চেয়ারম্যান নুরুল আবছার হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সদস্য।

রোববার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নুরুল আবছারের বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবেলায় বরাদ্দকৃত ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাই জেলা প্রশাসক চট্টগ্রাম স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৪(৪) (খ)(ঘ) অনুযায়ী চেয়ারম্যানকে স্বীয় পদ হতে অপসারণের সুপারিশ করে।

এতে আরও উল্লেখ করা হয়, এরই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে চেয়ারম্যান পদ থেকে তাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না- তার জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চট্টগ্রামের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর কথা বলা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button