সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত-১, আটক-৪

বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জয়বর মন্ডল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জয়বর মন্ডলের শারীরিক অবস্থা আশংকাজনক হলে গত ২৬ এপ্রিল পরিবারের লোকজন তাকে এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষের ঘটনার পরের দিন নিহতের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেছিলেন (মামলা নং-৪)। উক্ত মামলার তালিকাভুক্ত ১৩ জন আসামীর মধ্যে ৪ জন আসামীকে পুলিশ গ্রেফতার করে গতকাল সোমবার দিনাজপুর জেল হাজতে প্রেরন করেন। গ্রেফতারকৃতরা হলেন, খিয়ার মামুদপুর গ্রামের মৃত. দলিমুদ্দিনের পুত্র জামাল উদ্দিন (৫৫) ও কামাল উদ্দিন (৪৫), মৃত. খাতিমুদ্দিনের পুত্র ইয়াকুব আলী (৪০) এবং জামাল উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক (৩৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার সাব-ইন্সপেক্টর (এস,আই) শাহজাহান সিরাজ জানান, ওই ঘটনায় করা মামলার পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button