সারাদেশ

দুপচাঁচিয়ায় ৫০ভাগ ভর্তুকিতে কৃষকের নিকট কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের প্রকল্পের আওতায় এবং কৃষি অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় সরকারি সহায়তার আওতায় সরবরাহকৃত ৫০ভাগ ভর্তুকিতে কৃষকের নিকট কম্বাইন্ড হারভেস্টার মেশিন(ধান কাটা) হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন তালোড়া বাজারের কৃষক সোলাইমান আলী শেখ আরিফ এর হাতে এ মেশিনের চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজেদুল আলম, উপজেলা কৃষি সম্প্ররাণ অফিসার কামনাশিস্ সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার দিলিপ কুমার রায়, উপসহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম, জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, দি মেটাল প্রাইভেট লিঃ এর সিনিয়র টেরিটোরি অফিসার শহীদুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গতঃ দি মেটাল প্রাইভেট লিঃ কোম্পানী কর্তৃক নির্ধারিত এ মেশিনের বাজার মূল্য ২০লাখ ৫০হাজার টাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button