রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাট পৌরসভায় নির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ প্রার্থী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তৃতীয় দফায় গত ৩০ জানুয়ারি শনিবার ১৫ বছর পর ধামইরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হল।
নির্বাচনে ১ নং সংরক্ষিত ওয়ার্ডে জেসমিন সুলতানা (আ.লীগ),২নং ওয়ার্ডে শাহানাজ বেগম (আ.লীগ) এবং ৩নং ওয়ার্ডে মিনু আরা (আ.লীগ) বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আলতাফ হোসেন (বিএনপি),২নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত মুক্তাদিরুল হক (মুক্তা) (আ.লীগ), ৩ নং ওয়ার্ডে মাহবুব আলম (বাপ্পী) (আ.লীগ), ৪নং ওয়ার্ডে একরামুল হোসেন (আ.লীগ), ৫নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত ইব্রাহিম হোসেন (আ.লীগ), ৬নং ওয়ার্ডে উমর ফারুক (বিএনপি), ৭নং ওয়ার্ডে আমজাদ হোসেন (আ.লীগ),৮নং ওয়ার্ডে মেহেদী হাসান (আ.লীগ) এবং ৯নং ওয়ার্ডে পুনরায় আব্দুল হাকিম (আ.লীগ) জয়লাভ করেন। এছাড়া মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক ধারী বর্তমান মেয়র মো.আমিনুর রহমান ৭ হাজার ৯শ ৮৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (চপল) পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিক নিয়ে এ্যাডভোকেট আইয়ুব হোসেন পেয়েছেন ৩শ ৬৩ ভোট। নির্বাচনে মোট ১২ হাজার ৬শ ৪০ ভোটের মধ্যে ১১ হাজার ৬শ ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নষ্ট ভোটের সংখ্যা ছিল ২শ ৫১টি। কেন্দ্রে ভোটারের উপস্থিতির হার ছিল ৯২.১৪ ভাগ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button