রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাট সীমান্ত দিয়ে পাচার হচ্ছে ভারতীয় শত শত গরু

ধামইরহার ( নওগঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারত থেকে চোরা পথে আসা শত শত ভারতীয় গরু করিডোর ভুক্ত না হওয়ায় বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে সরকার। রাজস্ব ফাঁকি দেওয়া এ লাখ লাখ টাকা হাতিয়ে রাতারাতি ফুলে ফেপে উঠছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। জানা গেছে, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রাতের আধারে শত শত পাচার হয়ে আসা ভারতীয় গরু বাংলাদেশে আসার পর সীমান্তের একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করে পাচারকারী সংঙ্গবদ্ধ দল। তারপর দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করছে দিদারচে। এ ব্যাপারে বিজিবির উর্ধ্বতন ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, “রাজস্ব ফাকি দিয়ে কোন ভাবেই ভারতীয় গরু বাংলাদেশে আসতে দেওয়া হবে না।” হাতে গোনা কয়েক জন ব্যক্তি এ চোরাকারবারীর সাথে জড়িত। এলাকাবাসী জানান, সন্ধ্যার পরে ঐ সব ব্যক্তিদের সীমান্তে পাহারারত কতিপয় বিজিবি সদস্যের সাথে প্রায় সন্ধ্যা ক্যাম্পের আস-পাশে দীর্ঘ সময় ধরে গল্প-আলাপ করতে দেখা যায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button