সারাদেশ

ধুনটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত ১

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে রেজাউল করিম নামের ১জন নিহত হয়েছে। নিহত রেজাউল করিম শাহাজানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের উওরপাড়া আব্দল কদ্দুসের ছেলে। এ ঘটনায় আরো ৫জন আহত হয়েছে। আহতরা হলো ধুনট উপজেলার গোসাইবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু হুরাইরা(২৫), বানিয়াজান গ্রামের শাহ্ আলীর কন্যা সেলিনা খাতুন (২৫), একই গ্রামের সামছুল হকের স্ত্রী শাফিয়া খাতুন (৩৫), বিপ্লব হোসেনের স্ত্রী সুমি খাতুন (৩০), ও কামাল হোসেনের কন্যা লাকী খাতুন (২৫)।

বুধবার (১৮মার্চ) সকাল ৮টায় উপজেলার সদর ইউনিয়নের ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যলায়ের পাশে এঘটনা ঘটে।

স্থানীয় সৃত্রে জানা যায়, মীম এন্ড মিতু এন্টারপ্রাইজ ২ (সিরাজগনঞ্জ ড-১১-০৩৯১) নামের ট্রাক শেরপুর হইতে ধুনটের দিকে যাচ্ছিলো অপর দিকে ধুনট বাজার হইতে (বগুড়া থ-১১Ñ৩৯৮১) সিএনজি যাত্রী নিয়ে শেরপুরের উদ্যেশ্যে যাত্রা শুরু করলে বথুয়ারাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুথি সংর্ঘষ হলে সিএনজিতে থাকা যাত্রী ও ড্রাইভার অহত হয়। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করায়। আহতদেও মধ্যে রেজাউল করিমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

ধুনট থানার এসআই নুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এঘটনায় থানায় মামলার প্র¯ুÍতি চলছে।#

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button