সারাদেশ

বগুড়া ধুনটে প্রথম করোনা রোগী সনাক্ত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে ২২ বছরের এক যুবক। তিনি উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। তিনি গাজিপুরের একটি পোশাক কারখানায় চাকুরী করেন। ১৫ এপ্রিল গাজিপুর থেকে পালিয়ে বাড়িতে আসেন। তার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে গ্রামের লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলোজিষ্ট এনামুল হক ওই যুবকের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরন করেন। বৃহস্পতিবার সকালে প্রাপ্ত রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ বলে স্বাস্থ্য বিভাগ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে রোগীর বাড়িসহ ২টি বাড়ি সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি কোন কোন স্থানে যাতায়াত করেছেন, কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। তথ্য পাওয়ার পর সতর্কতামূলক সকল ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button